মোহাম্মদপুর ও আদাবরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩৬
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় পৃথক অভিযানে ৩৬ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৬ আগস্ট) আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তারদের মধ্যে অনেকে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া মাদক ব্যবসা, ডাকাতির প্রস্তুতি, বিস্ফোরক ও দ্রুতবিচার আইনের মামলাতেও বেশ কয়েকজন জড়িত ছিল।
মোহাম্মদপুর থানার অভিযানে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, আহমেদ হোসেন (২১), আল আমিন (২৮), জনি (৩০), সানি (৩৩), সাজ্জাদ (৪০), মিঠুন (২৫), রানা (২০), শাহজালাল (২৩), শ্রী মাধব হালদার (২২), শহিদুল ইসলাম (৪৫), রবিউল (২২), হানিফ (২০), আনোয়ার হোসেন (২২), তানভীর ওরফে রমজান (৩২), শাহাদাত শুভ (৩১), রুবেল (২৫), হৃদয় (২৪), স্বপন (২২), সুলতান (২৫), সাদ্দাম (৩০), মানিক মোল্লা (২৫), তামিম মোল্লা (২২), সেলিম (২২), আনোয়ার (২২), হৃদয় (২২), তাইয়েব মিয়া (২৫), সাহেল মিয়া (১৯), ভূঁইয়া আবু শাহাদাত (৫৪)।
এছাড়া আদাবর থানার অভিযানে গ্রেপ্তার হয়েছেন আরও ৮ জন। গ্রেপ্তাররা হলেন, মো. আলিফ (২৫), ঈদুল আযহা (২০), মো. জুয়েল (২৭), মো. রুবেল (৩৫), মো. রানা (২১), মো. আমির হোসেন (২৫), মো. দেলোয়ার হোসেন ওরফে বাবু (২৯), মো. শ্রাবণ সরকার (২০)।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এমএ//