আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে ভূমিধ্বসে প্রাণ গেল ৩১ জনের

ভারতের জম্মু-কাশ্মীরে টানা ভারী বর্ষণের ফলে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয়েছে। পাহাড়ি অঞ্চলে একাধিক ভূমিধ্বস ও হড়পা বানের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে, যেখানে পাহাড় ধসে ৩১ জন ভক্ত প্রাণ হারিয়েছেন এবং ২৩ জন আহত হয়েছেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, জম্মুর রিয়াসি জেলার অর্ধকুঁয়ারী এলাকায় মঙ্গলবার দুপুরে আকস্মিক পাহাড় ধসে পড়লে বৈষ্ণোদেবী মন্দিরে যাত্রারত বহু ভক্ত চাপা পড়েন। উদ্ধারকাজে সেনাবাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনী তৎপর হলেও টানা বৃষ্টির কারণে কাজ বাধাগ্রস্ত হচ্ছে। প্রশাসন আশঙ্কা করছে, ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকতে পারেন। গত তিন দিনের ভারী বৃষ্টিতে জম্মু-কাশ্মীরের বেশ কয়েকটি জেলা অচল হয়ে পড়েছে, সেতু ভেসে গেছে এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে, ফলে স্থানীয়রা চরম দুর্ভোগে পড়েছেন।

প্রশাসন জানিয়েছে, বিপদাপন্ন এলাকায় উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত সাড়ে তিন হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে এবং তাদের জন্য অস্থায়ী ক্যাম্পে খাদ্য, পানি ও চিকিৎসাসেবা সরবরাহ করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সামনের কয়েক দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং জম্মুর কাটরাসহ কয়েকটি জেলায় 'লাল সতর্কতা' জারি করা হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা রয়েছে। ধ্বসের পর বৈষ্ণোদেবী মন্দিরে যাত্রা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। মন্দির কমিটি ও প্রশাসন দ্রুত উদ্ধারকাজ চালাচ্ছে এবং আটকে পড়াদের নিরাপদ স্থানে সরানোর চেষ্টা চলছে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন