কাশ্মীরে মুসলিম শিক্ষার্থীর আধিক্যের অভিযোগে মেডিকেল কলেজের স্বীকৃতি বাতিল
ভারত শাসিত কাশ্মীরে একটি মেডিকেল কলেজে বেশীরভাগ মুসলিম শিক্ষার্থী সুযোগ পাওয়ায় প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়েছে।
গেল ৬ জানুয়ারি ভারতের চিকিৎসাবিদ্যা সংক্রান্ত কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা রিয়াসি জেলার শ্রী মাতা বৈষ্ণো দেবী মেডিকেল ইনস্টিটিউটের স্বীকৃতি বাতিল করে দেয়।
এই কলেজের প্রথম ব্যাচের ৫০ জন শিক্ষার্থীর মধ্যে ৪২ জনই ছিলেন মুসলিম। বাকী সাতজন হিন্দু এবং একজন শিখ।
হিন্দু ধর্মীয় ট্রাস্টের মাধ্যমে পরিচালিত কলেজটিতে মুসলিমদের আধিক্যের প্রতিবাদে আন্দোলন করে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। পরে সরকার এই নজিরবিহীন সিদ্ধান্ত নেয়।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা মেধার ভিত্তিতেই ভর্তি হয়েছিলেন।
এসএইচ//