আন্তর্জাতিক

চাবাহার বন্দর নিয়ে ভারত-যুক্তরাষ্ট্রে নতুন টানাপোড়েন

ছবি: সংগৃহীত

ইরানের চাবাহার বন্দর প্রকল্প নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে স্নায়ুযুদ্ধ চলছে। ট্রাম্প প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা এবং ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে জড়িত দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকির কারণে এই প্রকল্প অনিশ্চতায় পড়েছে।

তবে শনিবার (১৭ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চাবাহার বন্দর ভারতের ভূরাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থে অপরিহার্য। এই প্রকল্প থেকে সরে আসার কোনো সুযোগ নেই। বন্দরের উন্নয়ন অব্যাহত রাখতে আমেরিকার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

উল্লেখ্য, চাবাহার ভারতের জন্য পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান ও মধ্য এশিয়ায় পৌঁছানোর একমাত্র বিকল্প পশ্চিমা করিডর।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন