জাতীয়

৫ দাবি ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের, কমিটি প্রত্যাখ্যান

ছবি: সংগৃহীত

আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা সরকারের গঠিত কমিটি প্রত্যাখ্যান করে নতুন পাঁচ দফা দাবি ঘোষণা করেছেন। বুধবার (২৭ আগস্ট) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন শিক্ষার্থী প্রতিনিধি জুবায়ের আহমেদ।

তাদের পাঁচ দফা দাবি হলো-

১. আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে।

২. বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ও প্রকৌশল অধিকার আন্দোলনের সংশ্লিষ্টদের নিয়ে কমিটি পুনর্গঠন করতে হবে।

৩. পূর্বে উত্থাপিত তিন দফা দাবি অবিলম্বে মেনে নিয়ে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে। এ বিষয়ে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আদিলুর রহমান এবং সৈয়দা রিজওয়ানা হাসানকে তাৎক্ষণিক নিশ্চয়তা দিতে হবে।

৪. পুলিশের হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার সব ব্যয় সরকারকে বহন করতে হবে এবং আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৫. আন্দোলনে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং চাকরিচ্যুত করতে হবে।

জুবায়ের আহমেদ বলেন, সরকার ছয় মাস ধরে কোনো উদ্যোগ না নেওয়ায় শিক্ষার্থীরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। এখন দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন