সাবধান হোন কানে পানি ঢুকলে, জেনে নিন করণীয়
স্নান, সাঁতার কিংবা হঠাৎ কোন কাজ করতে গিয়ে পানি ছিটে কানে পানি ঢুকে যায়। শুরুতে এটিকে তেমন গুরুত্ব না দিলেও ভেতরে পানি আটকে থাকলে হতে পারে অস্বস্তি, ব্যথা, এমনকি সংক্রমণও। চিকিৎসকরা সতর্ক করে বলেছেন ভুল পদ্ধতিতে পানি বের করার চেষ্টা কানের মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
কানে যেকারনে পানি আটকায়-
• কানের ভেতরের নালি সরু ও বাঁকানো হওয়ায় পানি আটকে থাকে।
• অতিরিক্ত কানের ময়লা থাকলে পানি বের হতে সমস্যা হয়।
• নিয়মিত সাঁতারুদের মধ্যে এ সমস্যা বেশি দেখা যায়।
• দীর্ঘসময় পানি আটকে থাকলে হতে পারে সংক্রমণ বা Swimmer’s Ear।
যা করবেন-
• আক্রান্ত কান নিচে রেখে মাথা ঝাঁকান।
• কানের লতি টেনে আস্তে আস্তে মাথা দোলান।
• হাতের তালু দিয়ে কান ঢেকে চাপ দিন ও ছেড়ে দিন—ভেতরের পানি বের হতে পারে।
• গরম কাপড় বা হালকা হট ওয়াটার ব্যাগ কানের পাশে ধরলে পানি শুকিয়ে যেতে সাহায্য করে।
• প্রয়োজনে অ্যালকোহল-ভিনেগারের মিশ্রণের কয়েক ফোঁটা ব্যবহার করা যেতে পারে (শুধুমাত্র সংক্রমণ না থাকলে)।
যা করবেন না-
কানে কাঠি বা কটন বাড ব্যবহার করবেন না এতে পানি আরও ভেতরে ঢুকে যেতে পারে বা কানের পর্দা ক্ষতিগ্রস্ত হতে পারে। জোরে ফুঁ দেওয়া থেকেও বিরত থাকুন চাপ তৈরি হয়ে কানের ক্ষতি হতে পারে।
যখন ডাক্তার দেখাবেন-
• কয়েকদিনেও পানি বের না হলে
• কানে ব্যথা, ফোলাভাব বা লালচেভাব দেখা দিলে
• কানে তরল নিঃসরণ হলে
• শ্রবণশক্তি কমে গেলে
এসব ক্ষেত্রে দ্রুত ENT বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া জরুরি।
পরামর্শ-
“কানে পানি ঢোকা সাধারণ ঘটনা হলেও, ভুলভাবে পানি বের করার চেষ্টা বড় জটিলতা তৈরি করতে পারে। ঘরোয়া উপায়ে কাজ না করলে দেরি না করে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।”
কানে পানি ঢোকা সাধারণ বিষয়, আর সমাধানও সহজ। তবে অজ্ঞতা বা অসতর্কতায় এটি বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই সচেতন থাকুন, সঠিক উপায় অনুসরণ করুন, আর কান রাখুন নিরাপদ।
এসকে//