দেশজুড়ে

গণঅধিকার পরিষদের যমুনা সেতু অবরোধ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম প্রান্তে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছে দলটির নেতা-কর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা যমুনা সেতুর পশ্চিম গোলচত্বরে অবস্থান নেন। এসময় প্রায় ১৫ মিনিট মহাসড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন নেতা-কর্মীরা। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে সেখান থেকে সরে যায়।

অবরোধ চলাকালে মহাসড়কের দুই প্রান্তেই যানজটের সৃষ্টি হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থাকায় কোনো বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঘটেনি।

বিক্ষোভকারীরা নুরুল হক নুরের ওপর হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। একইসঙ্গে তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তোলেন এবং জিএম কাদেরকে গ্রেপ্তারেরও আহ্বান জানান।

প্রসঙ্গত, শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে রাত ৯টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। 

একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিয়ে আল রাজী টাওয়ারের সামনে অবস্থান নেওয়া গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় তাদের ওপর লাঠিচার্জ করা হলে নুর গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন