ট্রাম্পের অভিবাসন নীতি অমানবিক, বললেন কিম কার্দাশিয়ান
যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনেত্রী কিম কার্দাশিয়ান আবারও সরব হয়েছেন ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি নিয়ে। ভেনিসে অনুষ্ঠিত ডিভিএফ অ্যাওয়ার্ডস মঞ্চে কারাগার সংস্কারে তার অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার গ্রহণকালে তিনি বলেন, “আইসিই-এর কৌশল অমানবিক। সাধারণ, পরিশ্রমী মানুষদের জীবন বিপর্যস্ত করা হচ্ছে।”
কার্দাশিয়ান বলেন, শিরোনামে বলা হয় অভিযান অপরাধীদের বিরুদ্ধে, কিন্তু বাস্তবতা ভিন্ন যারা দেশ গড়ে তুলেছে, সেই শ্রমজীবী অভিবাসীরাই আক্রান্ত হচ্ছেন। “আমি তাদের ব্যক্তিগতভাবে চিনি—আমার বন্ধু, প্রতিবেশী, সহকর্মী। আমাদের সম্প্রদায় তাদের অবদানের কারণে সমৃদ্ধ। কিন্তু ভয় ও অবিচারের মুখে তারা নিরাপদ জীবন যাপন করতে পারছে না।”
লস অ্যাঞ্জেলসে বেড়ে ওঠার অভিজ্ঞতা টেনে তিনি বলেন, “আমি দেখেছি কীভাবে অভিবাসীরা শহরের সঙ্গে মিশে আছেন। তারা শুধু শ্রমিক নয়, আমাদের সমাজের অঙ্গ। তাই তাদের প্রতি অবিচারের নীরব থাকা সম্ভব নয়।”
অভিবাসন ইস্যুর পাশাপাশি কিম দীর্ঘদিন ধরে অপরাধ বিচার সংস্কার আন্দোলনে সক্রিয়। চলতি বছর মে মাসে তিনি চার বছরের ‘ল অফিস স্টাডি প্রোগ্রাম’ শেষ করেছেন এবং জুলাইয়ে ক্যালিফোর্নিয়ার বার পরীক্ষা দিয়েছেন। ২২ বছর বয়সে ‘সামান্য মাদক অপরাধে’ যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত র্যাপার ক্রিস ইয়াংয়ের মুক্তির জন্য হোয়াইট হাউসে সরাসরি প্রচেষ্টা চালানোর ফলে ২০২১ সালে ট্রাম্প তার সাজা কমিয়েছিলেন।
এসকে//