দেশজুড়ে

ট্রাকের সঙ্গে সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

পাবনার ফরিদপুর উপজেলায় একটি মারাত্মক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্য প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন চাটমোহরের চরপাড়া গ্রামের সোহেল রানা (২৮), তার স্ত্রী আউলিয়া খাতুন (২৫) এবং তাদের সাত বছরের কন্যা সুমাইয়া।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় এই ঘটনা ঘটে। ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসনাত জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি হাসনাত জামান জানান, পরিবারের সদস্যরা সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে চাটমোহরের বাড়িতে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মা ও মেয়ে ঘটনাস্থলেই মারা যান, আর গুরুতর আহত সোহেল রানা হাসপাতালে নেয়ার পথে মারা যান।

পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন