ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, বাড়তে পারে মৃতের সংখ্যা
দুই দিনের ব্যবধানে ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে দক্ষিণ-পূর্বাঞ্চলে ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
এর আগে রোববার রাতে ৬ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে দেশটিতে। এতে এখন পর্যন্ত প্রাণহানি দাঁড়িয়েছে ১ হাজার ৪১১ জনে, আহত হয়েছেন ৩ হাজার ১২৪ জন এবং ভেঙে পড়েছে অন্তত ৫ হাজার ৪০০ বাড়িঘর। নতুন ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর রয়টার্স।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মঙ্গলবারের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাত্র ১০ কিলোমিটার গভীরে, যা আগেরটির কাছাকাছি। এতে পাহাড় ধসে বহু সড়ক বন্ধ হয়ে যায়, উদ্ধারকাজ ব্যাহত হয়। ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের জীবিত বের করে আনা কঠিন হয়ে উঠেছে।
তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জাতিসংঘও একই আশঙ্কা প্রকাশ করেছে।
ক্ষতিগ্রস্ত পূর্বাঞ্চলীয় কুনার ও নানগারহার প্রদেশে দুর্গম গ্রামগুলোতে পৌঁছাতে অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারি দেখা গেছে। আহতদের সরিয়ে নিতে হেলিকপ্টার ব্যবহার করছে তালেবান প্রশাসন।
মানবিক সহায়তা সংস্থাগুলো ইতোমধ্যে মাঠে কাজ শুরু করেছে। সেভ দ্য চিলড্রেনের পরিচালক সামিরা সাঈদ রহমান বলেন, “এখন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জীবন রক্ষার লড়াই চলছে। আহতদের দ্রুত সরিয়ে নেওয়া এবং ক্ষতিগ্রস্তদের জন্য বিশুদ্ধ পানি, খাদ্য ও আশ্রয় পৌঁছে দেয়া জরুরি।”
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে, হাজারো শিশু বিপদে পড়েছে। সংস্থাটি ওষুধ, গরম কাপড়, তাঁবু, টারপলিন, সাবান, স্যানিটারি প্যাড, তোয়ালে ও পানির বালতি পাঠানো শুরু করেছে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, ভূমিকম্পে এ পর্যন্ত অন্তত ১২ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঘরবাড়ি ধসে পড়ায় অনেকে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। ধারাবাহিক আফটারশকের আতঙ্ক তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে।
এমএ//