গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ৭৩
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর বর্বর হত্যাযজ্ঞ থামছেই না। গেল ২৪ ঘণ্টায় উপত্যকাটিতে আরও অন্তত ৭৩ জন নিহত হয়েছে। এর মধ্যে কেবল গাজা সিটিতেই ৪৩ জনকে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, বুধবার ইসরাইলি বাহিনী গাজা সিটি ও আশপাশের এলাকায় তীব্র বোমাবর্ষণ চালায়। এতে কমপক্ষে ৭৩ ফিলিস্তিনি নিহত হন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই প্রাণ হারান ৪৩ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবরোধের কারণে খাদ্য ও সহায়তা প্রবেশে কড়াকড়ি থাকায় গেল ২৪ ঘণ্টায় এক শিশুসহ আরও ছয়জন অপুষ্টি ও অনাহারে মারা গেছে। অবরোধ চলাকালে এখন পর্যন্ত ক্ষুধাজনিত কারণে ১৩১ শিশুসহ ৩৬৭ জন ফিলিস্তিনি মারা গেছেন।
গাজা সিটি দখল অভিযানে গেল তিন সপ্তাহে অন্তত ১০০ রোবট বিস্ফোরণ ঘটিয়ে পুরো আবাসিক ব্লক ও মহল্লা গুঁড়িয়ে দিয়েছে দখলদার বাহিনী। ১৩ আগস্ট থেকে শুরু হওয়া অভিযানে শুধু গাজা সিটিতেই মারা গেছেন প্রায় ১ হাজার ১০০ ফিলিস্তিনি।
জাতিসংঘ বলছে, ইসরাইলের গাজা সিটি দখল অভিযানে কেবল ১৪ থেকে ৩১ আগস্টের মধ্যে জোরপূর্বক নতুন করে ৮২ হাজার মানুষকে বাস্তুচ্যুত করা হয়েছে। এই অভিযানে প্রায় ১০ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হতে পারে।
এমএ//