রাজধানী

রাজধানীর আবাসিক হোটেলে অভিযান, নারীসহ ১২ জন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা থেকে একটি আবাসিক হোটেলের আড়ালে চলা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পাঁচ নারীসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে উত্তরা ৬ নম্বর সেক্টরের ‘হোটেল দ্য স্কাই গার্ডেন’-এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচ নারী হোটেলে পতিতাবৃত্তির সঙ্গে জড়িত ছিলেন। বাকিদের মধ্যে হোটেল ম্যানেজার আবু সায়েম, ফ্লোর ইনচার্জ আশরাফুল আলম, ক্লিনার রায়হান ও শাকিল, শেফ শাহাদাৎ হোসেন সুজন, ফ্রন্ট ডেস্ক রিসেপশনিস্ট পারভেজ এবং কর্মচারী শামীম রয়েছেন।

পুলিশ জানায়, হোটেলের ভেতরে বডি ম্যাসাজ ও স্পা সেবার আড়ালে নিয়মিত পতিতাবৃত্তি চলত।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন