লাইফস্টাইল

স্বামী-স্ত্রীর একই রক্তগ্রুপ, ঝুঁকি আছে কি সন্তানের

অনেক বাবা-মায়ের মনে প্রশ্ন থাকে যদি স্বামী ও স্ত্রী একই রক্তগ্রুপের হন, তাহলে তাদের সন্তানের স্বাস্থ্যে কোনও সমস্যা হতে পারে কি? বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত একই রক্তগ্রুপের দম্পতির সন্তান নিরাপদ থাকে। তবে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি।

মানুষের রক্ত প্রধানত চার ধরনের- A, B, AB এবং O। এই রক্তের ধরন নির্ধারণ করে রক্তকোষে থাকা অ্যান্টিজেন। একই রক্তগ্রুপের বাবা-মায়ের সন্তানও সাধারণত সেই একই রক্তগ্রুপের হয়। তাই শুধু রক্তের মিলের কারণে সাধারণত কোনও সমস্যা হয় না।

তবে Rh ফ্যাক্টর এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি বাবা-মা উভয়েই Rh পজিটিভ বা উভয়েই Rh নেগেটিভ হন, সন্তানকে কোনও সমস্যা হওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু যদি মা Rh নেগেটিভ এবং বাবা Rh পজিটিভ হন, তাহলে সন্তান Rh পজিটিভ হলে মা-শিশুর মধ্যে রক্তসংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে। চিকিৎসাবিজ্ঞানে এটিকে “Rh incompatibility” বলা হয়।

এছাড়া কিছু জন্মগত রোগ যেমন- অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া বা সিকল সেল অ্যানিমিয়া শুধু রক্তগ্রুপের মিলের কারণে নয় বরং, নির্দিষ্ট জিনগত কারণে ঘটে।

বিশেষজ্ঞরা পরামর্শ দেন, সন্তান পরিকল্পনার আগে বাবা-মায়ের রক্তগ্রুপ ও Rh ফ্যাক্টর পরীক্ষা করা অত্যন্ত জরুরি। প্রি-ন্যাটাল চেকআপের মাধ্যমে সম্ভাব্য জটিলতা আগে থেকেই জানা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব।

স্বামী-স্ত্রীর একই রক্তগ্রুপ সাধারণত সন্তানের জন্য ঝুঁকি তৈরি করে না। তবে Rh ফ্যাক্টর এবং জিনগত স্বাস্থ্য পরীক্ষা করা সবসময় ভালো এতে সন্তানের সুস্থতা নিশ্চিত করা যায়। সন্তানের জন্মের আগে এই বিষয়গুলো খেয়াল রাখা বুদ্ধিমানের কাজ।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন