অর্থনীতি

সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে ১২’শ কোটি টাকা পাচারের মামলা

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমীলা জামান

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী স্ত্রী রুকমীলা জামানের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের কোতোয়ালি থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি করা হয় বলে জানান সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দীন খান। তাদের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে প্রায় এক হাজার ২০০ কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে।

এজাহারে বলা হয়েছে, জাবেদ ও তার স্ত্রী পাচার করা অর্থ দিয়ে দুবাইয়ে ২২৬টি ফ্ল্যাট কেনার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান, স্থাপনা ও ব্যবসায় বিনিয়োগ করেছেন। এ সময় ৬-৭ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও তারা অর্থ পাচারের মাধ্যমে সম্পদ অর্জন করেছেন।

তদন্তে দেখা গেছে, ২০১৬ থেকে ২০২৩ সালের মধ্যে জাবেদ দুবাইয়ের বিভিন্ন এলাকায় ফ্ল্যাট ও সম্পত্তি কিনেছেন। ফ্ল্যাটগুলোর মোট দাম দাঁড়িয়েছে ৩৩ কোটি ৫৬ লাখ ৫৭ হাজার ১৬৮ দিরহাম। রুকমীলা জামানের নামে দুবাইয়ের আল বারশা দক্ষিণ তৃতীয় এলাকায় দুটি সম্পত্তি আছে, যার দাম ২২ লাখ ৫০ হাজার ৩৬৯ দিরহাম।

এছাড়া জাবেদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে দুবাই ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক ও ফার্স্ট আবুধাবি ব্যাংকের চারটি ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। এসব হিসাবের লেনদেনের তথ্য অনুযায়ী প্রায় ৩১১ কোটি ২৬ লাখ ৬ হাজার ৭৯৫ টাকা বিদেশে স্থানান্তর করা হয়েছে।

সিআইডি জানায়, জাবেদ ও তার স্ত্রী সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ অর্থনৈতিক অঞ্চলে জেবা ট্রেডিং এফজেডই ও দ্রুত র‍্যাপ্টর এফজেডই নামে দুটি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার মাধ্যমে অর্থ পাচারের কাজে যুক্ত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের রেকর্ড অনুযায়ী, বিদেশে কোম্পানি নিবন্ধন, বিনিয়োগ ও সম্পত্তি অর্জনের জন্য জাবেদের পক্ষ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। তাই সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১,২০০ কোটি টাকা অবৈধভাবে স্থানান্তর করার অভিযোগে জাবেদ ও রুকমীলা জামানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন