দেশজুড়ে

ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপার কানাপুকুরিয়া নামক স্থানে ডোবা থেকে মশিউল আলম (৯০) নামের এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই বৃদ্ধ পাশ্ববর্তী পদমদী গ্রামের বাসিন্দা। তিনি স্ট্রোক জনিত কারণে মানষিক ভারসাম্যহীন ছিলেন

শনিবার (৬ সেপ্টেবর) সকাল ১১ টার দিকে উদ্ধারের পর মৃতদেহটি উদ্ধার করা হয়। শৈলকুপার রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে যায় মশিউল আলম। এরপর পরিবারের সদস্যরা অনেক খোজাখুজি করেও তাকে পায়নিপরে আজ শনিবার সকালে পাশের ১৭ মাইল বাস স্টান্ড সংলগ্ন কানাপুকুরিয়া নামক স্থানে ডোবা পুকুরে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেকে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও পরিবারের সদস্যরা এসে এটি মশিউল এর মৃতদেহ বলে সনাক্ত করে।

 পুলিশ জানায়, সে মাঝে মধ্যেই বাড়ি থেকে বের হয়ে যেত আবার ফিরে আসতো। তবে ময়না তদন্তের পরই মৃত্যুর সঠিক কারন জানা যাবে

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন