কেরালার সংস্কৃতি নিয়ে তোপে ‘পরম সুন্দরি'
সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর অভিনীত বলিউডের নতুন সিনেমা ‘পরম সুন্দরি’ আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। গল্পে দিল্লির ছেলে ‘পরম’ এবং কেরালার মেয়ে ‘সুন্দরি’-এর প্রেম কিন্তু কেরালার উপস্থাপনাকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
ট্রেইলার প্রকাশের পরেই জাহ্নবীর হিন্দি উচ্চারণ এবং মালয় ভাষার ভুল নিয়ে সমালোচনা শুরু হয়। তার সাজ-আচরণ, এমনকি নারকেল গাছে ওঠার মতো স্টেরিওটাইপিক দৃশ্যও বিতর্ককে তীব্র করেছে। সিনেমার শুরুতেই একটি এলাকার নাম ঠিকমতো বলতে না পারায় আফ্রিকার উদাহরণ দেখানো এবং কেরালার বৈশিষ্ট্যগুলোকে অতিরঞ্জিতভাবে কমেডি আকারে দেখানো হয়েছে।
যদিও কিছু দর্শক এই সস্তা রসিকতা নিয়ে মজা পেয়েছেন, অধিকাংশ দর্শক বিরক্তি প্রকাশ করেছেন। সিনেমার গল্পে নায়িকা পরম ও তার বন্ধুদের একাধিকবার বকাঝকা করে এবং তাদের ‘অজ্ঞ ও অহংকারী’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। সমালোচকরা সিনেমাটিকে ‘বস্তাপচা ও ক্লান্তিকর’ বলছেন।
তবে দর্শকদের মানসিকতা বদলেছে। করোনার পর সিনেমা হলের দর্শক কমে যাওয়ায় মানুষ স্ট্রিমিং প্ল্যাটফর্মের দিকে ঝুঁকেছেন। এর ফলে হিন্দি ছাড়াও অন্যান্য ভারতীয় ভাষার সিনেমা জনপ্রিয়তা পাচ্ছে। উদাহরণ হিসেবে মালয়ালাম সিনেমা ‘লোকাহ’, যা বলিউডের তুলনায় দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে তার শক্তিশালী প্লটের কারণে।
সমালোচকরা মনে করছেন, কোনও এলাকার সংস্কৃতি নিয়ে গল্প লিখলে সেই সম্প্রদায়ের অংশগ্রহণ ছাড়া গল্পটি ভারসাম্যহীন হয়। বলিউডসহ অন্যান্য ভারতীয় সিনেমাতেও এই ধরনের স্টেরিওটাইপিক উপস্থাপনা দেখা যায়, যা দর্শক এবং সমাজকে ভাবায়।
এসকে//