নেপালে জেন-জিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত ১৪
নেপালের কাঠমান্ডুতে পুলিশের সঙ্গে জেনারেশন জেড (জেন–জি) বিক্ষোভকারীদের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটেছে। নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে সোমবার তরুণেরা রাজধানী কাঠমান্ডুতে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে বিক্ষোভকারীরা পার্লামেন্ট প্রাঙ্গণে ঢুকে পড়লে, পুলিশ কাঁদুনে গ্যাস, জলকামান, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঠমাণ্ডুর বড় অংশজুড়ে কারফিউ জারি করা হয়েছে।
ন্যাশনাল ট্রমা সেন্টারের চিকিৎসক ডা. দিপেন্দ্র পাণ্ডে জানিয়েছেন, সেখানে সাতজনকে মৃত অবস্থায় আনা হয়। আরও ১০ জনের অবস্থা আশঙ্কাজনক, যাদের মাথা ও বুকে গুলির আঘাত লেগেছে। এ ছাড়া ২০ জনের বেশি আহত হয়ে চিকিৎসাধীন আছেন।
এভারেস্ট হাসপাতালের কর্মকর্তা অনিল আধিকারী জানিয়েছেন, তাদের হাসপাতালে তিনজন মারা গেছেন। ৫০ জনের বেশি আহত চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা সংকটাপন্ন।
সিভিল হাসপাতালের নির্বাহী পরিচালক মোহনচন্দ্র রেগমি জানান, তাদের হাসপাতালে দুইজন মারা গেছেন। এ ছাড়া কেএমসি ও ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতাল, মহারাজগঞ্জে একজন করে মারা গেছেন। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
এনএস/