সাবেক সচিব শফিকুল ইসলাম গ্রেপ্তার
সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) তাকে পটুয়াখালীর কলাপাড়ার আনন্দলোক ইকো রিসোর্ট থেকে আটক করে ঢাকায় আনা হয়।
ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, শফিকুল ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।
ডিবি সূত্র জানায়, মামলার পর থেকে তিনি কলাপাড়ার ওই রিসোর্টে আত্মগোপনে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিসোর্টটির মালিকও তিনি।
এদিকে, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, শফিকুল ইসলামের সঙ্গে গেল ২৪ ঘণ্টায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২৮ আগস্ট সকালে রিপোর্টার্স ইউনিটির অডিটরিয়ামে এক গোলটেবিল বৈঠকে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বক্তব্য চলাকালে কয়েকজন ব্যক্তি আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেয়। সেই বৈঠকেই ‘মঞ্চ ৭১’ নামের সংগঠন আত্মপ্রকাশ করে। পরদিন (২৯ আগস্ট) শাহবাগ থানার এসআই আমিরুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। একই মামলায় বঙ্গবীর কাদের সিদ্দিকীর বড়ভাই লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখানো হয়।
জানা যায়, মঞ্চ ৭১ সংগঠনটির উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সচেতনতা তৈরি করা এবং জাতির অর্জন মুছে ফেলার ষড়যন্ত্র প্রতিহত করা। ঘটনার পর পুলিশ কয়েকজনকে হেফাজতে নেয়।
এমএ//