আন্তর্জাতিক

ইসরাইলকে কাতারের হুঁশিয়ারি

কাতারে ইসরাইলি হামলার পর আবারও উত্তাল মধ্যপ্রাচ্য। হামলাকে বিশ্বাস ঘাতকতা এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে জবাবের হুঁশিয়ারি কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আল থানি।  

তিনি বলেছেন, আঞ্চলিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে ইসরাইলি হামলা। কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সবধরনের পদক্ষেপ নেয়ার শপথ নেন তিনি।   

মঙ্গলবার নিরাপত্তার চাদরে ঘেরা কাতারের রাজধানী দোহার পশ্চিম বেলাগুনে বিমান হামলা চালায় ইসরাইল। এলাকাটিতে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, বিলাসবহুল বাড়ি, বিদেশি দূতাবাস, স্কুল ও সুপারমার্কেট অবস্থিত।

ইসরাইলি সামরিক বাহিনী বলছে, হামাস নেতাদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। হামলায় অংশ নেয় ১৫টি ইসরাইলি যুদ্ধবিমান। ইসরাইলি হামলা নিয়ে অস্ট্রেলিয়ার ডিয়াকিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলেন, মধ্যপ্রাচ্যে ইসরাইলের গোয়েন্দা নেটওয়ার্ক খুবই শক্তিশালী। 

এদিকে হামলার আগে বার্তা দেয়া হয়েছে, যুক্তরাষ্ট্রের এমন দাবি নাকচ করে কাতার বলছে, হামলার দশ মিনিট পরে ওয়াশিংটন বিষয়টি জানিয়েছে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন