নেপালে সেনা অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, বহু পলাতক বন্দি গ্রেপ্তার
নেপালে মঙ্গলবার রাত থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত চালানো বিশেষ অভিযানে ৭৩টি অস্ত্র উদ্ধার ও ৩০৩ জন পলাতক বন্দিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) নেপালের সংবাদমাধ্যম ‘সেতুপতি’ এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।
দেশটির সেনা জনসংযোগ ও তথ্য অধিদপ্তরের বরাতে জানানো হয়, বুধবার একদিনেই সাতটি অস্ত্রসহ সংশ্লিষ্ট ম্যাগাজিন ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বিশেষ তথ্যের ভিত্তিতে মाপোখরি এলাকা থেকে একটি অস্ত্রও উদ্ধার করা হয়।
একইসঙ্গে, বুধবারই কাঠমান্ডুর মহারাজগঞ্জ এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে সেনা।
এনএস/