দেশজুড়ে

মদ্যপ চালকের গাড়ি ঢুকল দোকানে, নিহত দোকানি

সিরাজগঞ্জ শহরের কাশিয়াহাটা এলাকায় সড়ক দুর্ঘটনায় দোকান মালিক মো. হাফিজ (৪২) নিহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে মদ্যপ অবস্থায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লে এই দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে ঢাকা মেট্রো খ-১১-৮২২৩ নম্বরের প্রাইভেটকারটি অতিরিক্ত গতিতে শহরের দিকে আসছিল। গাড়ির ভিতরে উচ্চস্বরে গান বাজছিল এবং যাত্রীরা মাতলামি করছিল। হঠাৎ করে গাড়িটি রাস্তার পাশে থাকা কয়েকটি দোকানে ধাক্কা দেয়, যার ফলে দোকানগুলো ভেঙে গিয়ে কিছু মানুষ চাপা পড়েন।

এ ঘটনায় দোকান মালিক মো. হাফিজ ঘটনাস্থলেই প্রাণ হারান। এছাড়া আরও চারজন আহত হন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

ওসি মো. মোখলেসুর রহমান বলেন, ‘গাড়িটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ও তদন্ত সংক্রান্ত বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।‘

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন