অটোরিকশার ধাক্কায় পুলিশের এসআই নিহত
সিরাজগঞ্জ শহরের নিউমার্কেট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ লাইন সংলগ্ন বাস টার্মিনাল মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত এসআই পরিমল চন্দ্র ঘোষ (৫৭) সিরাজগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি পাবনার বেড়া উপজেলার মালদাপাড়া গ্রামের পরেশ চন্দ্র ঘোষের ছেলে।
ওসি মোখলেছুর রহমান জানান, এসআই পরিমল পুলিশ লাইনের কর্মস্থল থেকে মোটরসাইকেলে পুলিশের সুপার কার্যালয়ে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।
আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর অটোরিকশা চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এমএ//