টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস
আগামী এক সপ্তাহ দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে, যার প্রভাবে অন্তত পাঁচ দিন বৃষ্টি অব্যাহত থাকবে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) এসব তথ্য জানিয়েছে আবহাওয়াবিদ হাফিজুর রহমান।
তিনি জানান, মৌসুমি বায়ু এখনো সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থানে রয়েছে। এর ফলে দেশের উত্তর, পূর্ব ও দক্ষিণাঞ্চলের অনেক এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি হবে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশালের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।
রোববার ও সোমবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টির প্রভাব বাড়বে। এ সময়ে অনেক জায়গায় বজ্র ঝড়সহ ভারি বর্ষণ নামতে পারে। এতে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এমএ//