জরুরি বৈঠকে অংশ নিতে কাতারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন। তিনি সেখানে ইসলামী সহযোগিতা সংস্থা (OIC)-এর মন্ত্রী পর্যায়ের একটি জরুরি বৈঠকে অংশ নেবেন।
সম্প্রতি পারস্য উপসাগরীয় রাষ্ট্র কাতারের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের সামরিক আগ্রাসনের পরিপ্রেক্ষিতে এ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে ।
কাতারের অনুরোধে আয়োজন করা এই বৈঠকে ইসরায়েলের সামরিক হুমকির বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা হবে।
মন্ত্রিসভার বৈঠকটি আগামী সোমবার (১৫ সেপ্টেম্বর) আয়োজিত ইসলামী-আরব শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক হিসেবে কাজ করছে। শীর্ষ সম্মেলনে ইরানকে প্রতিনিধিত্ব করবেন রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান।
উল্লেখ্য, গেলো ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় হামাসের নেতৃত্বের ওপর ইসরায়েলি সরকারের হামলা চালানো হয়। হামাস জানিয়েছে, এই হামলায় তাদের পাঁচ সদস্য নিহত হয়েছেন, যার মধ্যে সিনিয়র নেতা খলিল আল-হাইয়ার ছেলে রয়েছেন। এছাড়া কাতারের একটি নিরাপত্তা বাহিনীর সদস্যও নিহত হয়েছেন। হামলাটি আন্তর্জাতিকভাবে তীব্র নিন্দার মুখে পড়েছে।
সূত্র: তাসনিম নিউজ
এসি//