আন্তর্জাতিক

রুশ তেল না কেনার আহ্বান জেলেনস্কির

আন্তর্জাতিক মিত্র দেশগুলোকে রুশ তেল আমদানি বন্ধ করার জন্য দৃঢ় আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

এক্স (পূর্ববর্তী টুইটার) প্ল্যাটফর্মে দেয়া এক পোস্টে তিনি বলেন, রুশ তেল আমদানি বন্ধ করলে, তা রাশিয়ার যুদ্ধ সক্ষমতা কমাতে সাহায্য করবে। ইউরোপ, যুক্তরাষ্ট্র, জি৭ ও জি২০ দেশগুলোর কাছে তার অনুরোধ, নিষেধাজ্ঞা আরোপে অজুহাত খোঁজা বন্ধ করে রাশিয়ার তেল কেনা সম্পূর্ণভাবে বন্ধ করা উচিত।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই অবস্থান গ্রহণ করেছেন। তিনি ন্যাটো দেশগুলোকে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতে আহ্বান জানিয়েছেন এবং এই পদক্ষেপের জন্য বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করার প্রস্তুতির কথা জানিয়েছেন। 

ট্রাম্প আরও বলেছেন, এটি বাইডেন ও জেলেনস্কির যুদ্ধ। আমি এটি থামাতে সাহায্য করতে এসেছি।

এছাড়া ট্রাম্প চীনের ওপর ৫০-১০০% শুল্ক আরোপ করার প্রস্তাবও দিয়েছেন, যার মাধ্যমে তিনি রাশিয়ার প্রভাব কমানোর চেষ্টা করতে চান।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন