হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড
সিরাজগঞ্জে আলোচিত আশরাফ আলী হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন। এ মামলায় আরও দুই আসামিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাকিল হায়দার রফিক সরকার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন— সদর উপজেলার বহুলি ইউনিয়নের চাঁদপাল গ্রামের মৃত জোসেফ উদ্দিনের দুই ছেলে আব্দুল আলিম ও আবু বক্কার, একই গ্রামের আব্দুল খালেকের ছেলে মোজাম আলী এবং আব্দুর রউফ। আর দুই বছরের কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— আব্দুল্লাহ ও মোস্তাফিজ হোসেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর সকালে গ্রামীণ রাস্তা নির্মাণ ও পূর্ব শত্রুতার জেরে আশরাফ আলীকে বাড়ির পাশের রাস্তায় কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে আসামিরা। পরে তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ১৬ সেপ্টেম্বর মারা যান আশরাফ আলী।
ঘটনার পরদিন নিহতের স্ত্রী সুফিয়া খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত, সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে ১১ বছর পর এ রায় ঘোষণা করেন আদালত।
এমএ//