আইন-বিচার

ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের সাক্ষ্যে যা বললেন নাহিদ ইসলাম

জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চে তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এর আগে বুধবারও প্রায় দেড় ঘণ্টা ধরে তিনি জবানবন্দি দিয়েছিলেন।

নাহিদ ইসলাম বলেন, আন্দোলনের নেতাদের গ্রেপ্তারের পর তাদের উপর চাপ সৃষ্টি করে আন্দোলন প্রত্যাহার করাতে চেয়েছিল শেখ হাসিনার প্রশাসন। তিনি অভিযোগ করেন, ১৬ জুলাই থেকে গণমাধ্যমকে বাধ্য করা হয় যেন তারা হত্যাযজ্ঞের প্রকৃত তথ্য প্রকাশ না করে এবং আন্দোলনকারীদের কর্মসূচিও প্রচার না করে।

তার সাক্ষ্যে আরও উঠে আসে, শেখ হাসিনা, আসাদুজ্জামান কামালসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জুলাই গণহত্যার জন্য সরাসরি দায়ী। তিনি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এনসিপি আহ্বায়ক আরও জানান, গত বছরের ৪ আগস্ট নতুন সরকার গঠনের প্রস্তুতির অংশ হিসেবে তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন এবং তাকে সরকারপ্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়। ওই সময়ের আন্দোলনের কর্মসূচি সম্পর্কেও তিনি বিস্তারিত তুলে ধরেন। 

তিনি বলেন, ৬ আগস্টের “লং মার্চ টু ঢাকা” কর্মসূচি ভেস্তে দিতে সরকার আগে থেকেই কারফিউ ও দমন অভিযানের পরিকল্পনা নেয়, ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধের প্রস্তুতিও ছিল। এ কারণে আন্দোলনকারীরা কর্মসূচি এগিয়ে এনে ৫ আগস্ট পালন করেন।

এর আগে বুধবারের জবানবন্দিতে তিনি ছাত্রলীগের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের ওপর দমনপীড়নের ঘটনাও বর্ণনা করেন।

অন্যদিকে, একই দিনে ট্রাইব্যুনাল সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে রামপুরায় গুলি ও হত্যার ঘটনায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার কথা রয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন