রাবি শিক্ষক-কর্মকর্তাদের পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা
পোষ্য কোটা বাতিলের আন্দোলনে উপ উপাচার্য ও শিক্ষকদের লাঞ্চিত করার অভিযোগে আগামীকাল ২১ সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে সিনেট মিটিং শেষে এই ঘোষণা দেয়া হয়।
এর আগে ‘পৌষ্য কোটা’ বাতিলের দাবিতে বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের সামনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। ওই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত উপাচার্য (উপাচার্যের অনুপস্থিতিতে) অধ্যাপক মাঈন উদ্দিনসহ প্রশাসনের ১০ জনকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।
এর আগে দুপুরে উপ-উপাচার্যদ্বয়ের বাসভবনে শিক্ষার্থীরা তালা দিলে বাসভবনের ভেতরে ঢুকতে না পেরে ফিরে আসেন উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খান, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান। একপর্যায়ে তারা জুবেরী ভবনের দিকে আসতে থাকলে শিক্ষার্থীরাও স্লোগান দিতে দিতে তাদের পেছনে আসেন।
পরে জুবেরী ভবনের বারান্দায় আসলে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক এবং ছাপাখানার এক কর্মকর্তা শিক্ষার্থীদের আটকানোর চেষ্টা করলে ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খানকে চারপাশ থেকে ঘিরে ফেলেন শিক্ষার্থীরা। ধাক্কাধাক্কির একপর্যায়ে উপ-উপাচার্য জুবেরী ভবনের দ্বিতীয় তলায় চলে গেলে শিক্ষার্থীরা তাকে ভবনের দ্বিতীয় তলার বারান্দায় অবরুদ্ধ করে রাখেন।
আই/এ