ধর্ম

আজ শুভ মহালয়া

আজ রোববার(২১ সেপ্টেম্বর) বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্ন শুভ মহালয়া। এর মাধ্যমে শুরু হলো দেবীপক্ষ।

মহালয়ার দিন শ্রীশ্রী চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গার আবাহন করা হয়, যা দুর্গাপূজা শুরু হওয়ার সূচনা হিসেবে পরিচিত। চণ্ডীপাঠে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা এবং তার প্রশস্তি রয়েছে।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আজ মহালয়া উপলক্ষে আয়োজন করা হবে। মহানগর সার্বজনীন পূজা কমিটির বরাতে জানা গেছে, দেবীপক্ষের সূচনা লগ্নে সকাল ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকেশ্বরী মন্দিরে মহালয়া অনুষ্ঠিত হবে। এরপর সকাল সাড়ে ৭টায় পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তিল-তর্পণ হবে এবং সকাল সাড়ে ৮টায় মহালয়ের ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত হবে।

ঢাকেশ্বরী দুর্গাপূজা মণ্ডপের পুরোহিত, বরুণ চক্রবর্তী জানান, মহালয়া দুর্গোৎসবের সময় গননা শুরু করার প্রতীক। মহালয়ায় দেবী দুর্গার ঘট বসানো হয়, যা দিয়ে দেবী দুর্গা কৈলাস থেকে মর্ত্যে আসবেন।

এবার দেবী দুর্গার বাহন হবে গজ (হাতি), যা শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়। তার বিদায় হবে দোলায় (পালকি), যা অশুভ লক্ষণ হিসেবে চিহ্নিত।

আগামী ২৮ সেপ্টেম্বর দুর্গাষষ্ঠী, যা দিয়ে মূলত দুর্গাপূজার আনুষ্ঠানিক সূচনা হবে। সেই দিন দেবী দুর্গার ষষ্ঠাদি কল্পনারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা অনুষ্ঠিত হবে। এরপর ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাঅষ্টমী, ১ অক্টোবর মহানবমী এবং ২ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

এ বছর দুর্গাপূজার মণ্ডপের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির তথ্য অনুযায়ী, গত বছর সারা দেশে ৩১,৪৬১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল, যা এবার বেড়ে ৩৩,৩৫৫টিতে পৌঁছাবে। ঢাকায় দুর্গাপূজা মণ্ডপের সংখ্যা ছিল ২৫২টি, যা এবছর ২৫৮টি হবে।

এছাড়া, দুর্গাপূজায় সরকারের পক্ষ থেকে ৫ কোটি টাকার অনুদান দেয়া হয়েছে। হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার জানিয়েছেন, প্রতি মণ্ডপে ৫ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত বরাদ্দ দেয়া হচ্ছে।

ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে বর্তমানে দুর্গাপূজার প্রতিমা তৈরির কাজ চলছে। মাটির কাজ শেষ, এখন চলছে রঙ ও সাজসজ্জার কাজ। পুরোহিত বরুণ চক্রবর্তী জানিয়েছেন, পূজার প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার পর প্রতিমা পুরোপুরি সাজানো হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন