সাগরে লঘুচাপের আভাস, দেশ ভিজবে বৃষ্টির ধারায়
আকাশ যেন ধীরে ধীরে বৃষ্টির সুর বাঁধতে শুরু করেছে। মেঘের ভেলায় ভেসে বেড়াচ্ছে আগামীর আভাস— কোথাও ঝরবে হালকা ফোঁটা, কোথাও নামবে ভারী বর্ষণ। মৌসুমি বায়ুর নীরব খেলায় ভিজতে প্রস্তুত বাংলাদেশ।
রোববার (২১ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার সই করা পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে আগামী ২৪ সেপ্টেম্বরের দিকে তৈরি হতে পারে একটি লঘুচাপ। তার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে যাবে।
সোমবার থেকেই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বহু স্থানে নামতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। ঢাকাসহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জায়গাতেও মিলবে একই আবহাওয়া। কোথাও কোথাও দেখা দেবে দমকা হাওয়ার দাপট, আর দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ।
পরবর্তী দিনগুলোতেও বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর বেশি প্রভাব পড়বে, সঙ্গে যুক্ত হবে রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা অঞ্চলের দু-এক জায়গা। আবার বুধবার ও বৃহস্পতিবার একই রকম আবহাওয়া বিরাজ করবে— দেশের প্রায় সব বিভাগেই কোথাও না কোথাও নামবে বৃষ্টি।
তাপমাত্রার দিক থেকেও তেমন পরিবর্তন আসছে না। দিন ও রাত প্রায় অপরিবর্তিত থাকবে, তবে কোনো কোনো দিনের তাপমাত্রা সামান্য কমতে বা বাড়তে পারে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে স্পষ্ট করে জানানো হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। অর্থাৎ সেপ্টেম্বরের শেষভাগ জুড়ে বাংলাদেশের আকাশে বাজতে পারে বৃষ্টির গান।
এসি//