আন্তর্জাতিক

আজ ইউরোপের যেসব দেশের স্বীকৃতি পাচ্ছে ফিলিস্তিন

ফিলিস্তিন রাষ্ট্রকে গতকাল স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল। এই তালিকায় নতুন করে যুক্ত হচ্ছে ফ্রান্স ও বেলজিয়াম। সোমবার (২২ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসি’র প্রতিবেদনে বলা হচ্ছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো স্থানীয় সময় বিকেলে নিউইয়র্কে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে জাতিসংঘের একটি কনফারেন্সে যোগ দিবেন। সেখানেই তিনি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবেন।

জাতিসংঘের উদ্যোগে ডাকা ওই সম্মেলনে থাকছে না ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। ফিলিস্তিন কর্তপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভার্চুয়ালি যোগ দিবেন। মাহমুদ  আব্বাসহ ৮০ ফিলিস্তিনি কর্মকর্তাকে নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে ভিসা দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র।

বর্তমানে জাতিসংঘের ১৯৩টি রাষ্ট্রের মধ্যে অন্তত তিন ভাগ দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। 

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন