আর্কাইভ থেকে জাতীয়

শাহজালালে করোনা আক্রান্ত যাত্রীর সংখ্যা বেড়েছে

গেলো দুই সপ্তাহে শাহজালাল বিমানবন্দরের বহির্গমনে করোনা পজিটিভ যাত্রীর সংখ্যা বেড়েছে।

১৪ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত বিভিন্ন ফ্লাইটের বিদেশে যাওয়ার চেষ্টা কালে ৩৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়।

এছাড়াও অন্যান্য ফ্লাইটে পজিটিভ করোনা রোগীর সংখ্যা ছিলো ক্রমান্বয়ে (৬, ২, ৪, ৩, ১, ১, ১, ০, ৪, ৩, ৩, ১, ২ ও ৪ জন)।বাংলাদেশ বিমানের বিভিন্ন সুত্র থেকে এ কথা জানা গেছে।

এসব যাত্রীর বেশীরভাগই মধ্যপ্রাচ্যের কিছু কিছু শহরের।

অনেকেই করোনা পজেটিভ সনদকে নেগেটেভ বানিয়ে বিমানবন্দর পার হওয়ার চেষ্টা করছেন।

পরে বিমানের কর্মকর্তাদের কাছে ধরা পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন হাজার টাকা থেকে ১০ হাজার টাকা জরিমানা করা হচ্ছে।নির্ধারিত কিছু হাসপাতালে চিকিৎসা নিয়ে আবারো যেনো যেতে পারে সেজন্য টিকিটের তারিখ পরিবর্ত করা হচ্ছে।

করোনা আক্রান্ত রোগী ধরা পরলে তখনই তাকে পিপিই পরিয়ে মোবাইল কোর্টের ম্যাজিষ্ট্রেট এস জরিমানাকেরে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।

এদিকে করোনার বিস্তার ও সংক্রমন রোধে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর সচেষ্ট ও সজাগ রয়েছে বলে জানান বিমানের এক কর্মকর্তা।

এস মুন্নী  

এ সম্পর্কিত আরও পড়ুন