রাজধানী

রাজধানীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ, দগ্ধ ৭

ছবি: প্রতীকী ছবি

রাজধানীর মহাখালীতে একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে সাতজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন—গুলশান ক্লিন অ্যান্ড কেয়ারের কর্মচারী স্বপন মোল্লা (২৪), কবির (১৮), রুবেল (২৮) ও খাইরুল (২৮); অন্য প্রতিষ্ঠানের মালিক মাসুদুর রহমান (৪৪) এবং তার কর্মচারী আলমগীর হোসেন (৪০) ও সজিব (৩১)।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে জানান, সবার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তাদের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে, তবে কত শতাংশ দগ্ধ হয়েছেন তা কিছুটা সময় পর নিশ্চিত করা যাবে।

হাসপাতালে চিকিৎসাধীন স্বপন মোল্লা জানান, ট্যাংক পরিষ্কারের জন্য তাদের সেখানে আনা হয়েছিল। ভেতরের তেল বের করে গ্যাস অপসারণে বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করা হচ্ছিল। ফ্যানের সুইচ বন্ধ করার সাথেসাথে ভেতরে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশে থাকা সবাই দগ্ধ হন।

 

এমএ/

এ সম্পর্কিত আরও পড়ুন