রাজধানী

শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ

রাজধানীর গুলশানে ৪ বছর বয়সী অজ্ঞাত এক শিশু পাওয়া গেছে।

সোমবার (২২সেপ্টেম্বর) রাত আনুমানিক  সাড়ে ১০টায় রাজধানীর গুলশান এলাকায় অজ্ঞাত এক শিশুকে রাস্তায় কান্নারত অবস্থায় পেয়ে গুলশান থানা পুলিশ থানায় নিয়ে যায়।

শিশুর গায়ের রঙ ফর্সা এবং উচ্চতা প্রায় ০২ ফুট ৬ ইঞ্চি। বয়স আনুমানিক ৪ বছর। ঘটনার সময় তার পরনে ছিল হলুদ রঙের গেঞ্জি ও কাল-লাল রঙের ট্রাউজার প্যান্ট। পুলিশের জিজ্ঞাসাবাদে তার নাম ঠিকানা বলতে পারে নাই।

পরে পুলিশ শিশুকে ডিএমপির উইমেন সাপোর্ট  অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের ভিকটিম সার্পোট সেন্টারে হস্তান্তর করে। বর্তমানে সে তেজগাঁও থানা কমপ্লেক্সে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ আশ্রয়ে রয়েছে।

 

কোনো সহৃদয় ব্যক্তি যদি শিশুর পরিবারের সন্ধান জানলে তেজগাঁও থানায় ভিকটিম সাপোর্ট সেন্টারে ডিউটি অফিসারের মোবাইল নম্বর ০১৩২০-০৪২০৫৫ অথবা টিএনটি নম্বর ০২-৪১০২৪৮৪৮-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন