রাজধানী

ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ২৪৪ নেতাকর্মী আটক

ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে আওয়ামী নেতাকর্মীরা ছবি: সংগৃহীত

রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান  গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, তেজগাঁও, ফার্মগেট ও গুলশান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এ পর্যন্ত ঝটিকা মিছিল থেকে আনুমানিক সাড়ে পাঁচশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান গণমাধ্যমকে জানান, আজ দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে এখন পর্যন্ত প্রায় ৫০ জনের বেশি কর্মীকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, যে স্পটগুলাতে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন