জাতীয়

বিভিন্ন স্থানে প্রতিমা নষ্ট করার ঘটনায় ব্যবস্থা নিচ্ছি : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, প্রস্তুতি পর্বে বিভিন্ন জায়গায় প্রতিমার হাত বা মাথা নষ্ট করার ঘটনা আমরা জানতে পেরেছি। খবর পাওয়ামাত্রই আমরা ব্যবস্থা নিচ্ছি, কোনোটাই অবহেলা করছি না। বিচ্যুতি হলে আইনগত ব্যবস্থা নিচ্ছি, মামলাও করছি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাংলাবাজার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন,  আমরা কোনও বড় ধরনের হুমকি অনুভব করছি না। তবে তুচ্ছ ঘটনা সারা দেশেই ঘটছে, আমরা সেগুলোর প্রতিটি ক্ষেত্রেই ব্যবস্থা নিচ্ছি। গ্রেপ্তারের পর কেউ পাগল দাবি করলে সেটিও আমরা যাচাই করছি।

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকতার আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, ‘পূজা উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দফতরে পূজা কমিটির নেতারা এসেছিলেন। আমরা আগেভাগে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছি। আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না, তবে ভয়ও পাচ্ছি না।

তিনি আরও বলেন,  গতকাল শহরের ভেতরে পরাজিত ফ্যাসিস্ট শক্তি প্রদর্শন করতে চেয়েছিল। আমরা আইনগতভাবে তাদের দমন করেছি।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন