দেশজুড়ে

বাবার মৃত্যুর শোক সইতে না পে‌রে সন্তানের আত্মহত্যা

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে বাবার মৃত্যুর শোক সইতে না পেরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গলায় ফাঁস দিয়ে ছেলে বিজয় কুমার বিশ্বাস (৩২) আত্মহত্যা করেছেন। এর আগে ছেলের সাথে ছাগল বিক্রির টাকা নিয়ে তর্কের সময় উত্তেজনায় বাবা শম্ভু চরণ বিশ্বাস (৭২) মারা যান। নিহত বিজয় পেশায় জেলে ছিলেন।

বৃহস্প‌তিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দি‌কে কু‌ষ্টিয়ার কুমারখালী‌ উপ‌জেলার বাগুলাট ইউনিয়নের উদয় নাতুড়িয়া গ্রামে এ ঘটনা ঘ‌টে‌ছে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পু‌লিশ ও নিহতের প‌রিবারের সদস্যরা জানান,‌ গতকাল বৃহস্প‌তিবার বি‌কে‌লে  শম্ভু চরণ বিশ্বাস পূজা উপল‌ক্ষে বা‌ড়ির এক‌টি পোষা ছাগল স্থানীয় বাঁশগ্রাম বাজা‌রে বি‌ক্রি ক‌রেন। রা‌ত সা‌ড়ে ৯টার দি‌কে বিজয় তার বাবার কা‌ছে ছাগল‌ বি‌ক্রির অর্ধেক টাকা চান। টাকা চাওয়াকে কেন্দ্র করে বাপ-ছেলের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে বাবা শম্ভু চরণ উত্তেজিত হয়ে অসুস্থ হয়ে পড়েন। রাত সা‌ড়ে ১১টার দি‌কে শম্ভু চরণ মারা যান। 

পরে বাবার মৃত্যুর শোক সইতে না পেরে দিবাগত রাত আড়াইটার দিকে বাড়ির পেছনে বাদাম গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে বিজয় আত্মহত্যা করেন।

ওসি খন্দকার জিয়াউর রহমান জানান, ছাগল বিক্রির টাকা নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কবিতর্ক হয়েছিল। প্রথমে বাবা স্ট্রোক করে মারা যান। পরে তার ছেলে আত্মহত্যা করেন। সুষ্ঠু তদ‌ন্তের স্বা‌র্থে বাবা-ছে‌লের লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য হাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন