নির্বাচন বিশেষ পরিস্থিতিতে হচ্ছে, তাই বিশেষভাবে এটা মোকাবিলা করতে হবে : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, এবারের নির্বাচন বিশেষ পরিস্থিতিতে হচ্ছে। তাই আমাদের বিশেষভাবে এটা মোকাবিলা করতে হবে। বিশেষভাবে এটাকে ফেইস করতে হবে। যারা বিদেশে আছেন তাদের ভোটাধিকার নিশ্চিত করবো। যারা জেলখানায় আছেন, যারা সরকারি কর্মকর্তা তারা যাতে ভোট দিতে পারেন সে চেষ্টা করা হচ্ছে। এই কাজগুলো নতুন। আমরা একসঙ্গে অনেক কাজ নিয়ে ফেললাম।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় মিলনায়তনে ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’ এ এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, সরকারের পূর্ণ আস্থা রয়েছে নির্বাচন কমিশনের ওপর। এ সময় তিনি কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার জন্য হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে শপথ করান।
তিনি বলেন, ‘আপনারা কারও পক্ষে কাজ করবেন না। কোনো দলের পক্ষেও কাজ করবেন না। আমরা শপথ রক্ষা করব আপনাদের ভূমিকার ওপর নির্ভর করে। বিশেষ পরিস্থিতির এ নির্বাচনে বিশেষ ব্যবস্থাপনায় কাজ করতে হবে।’
জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেন,সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন করা ইসির ওপর আমানত। ইহকাল, পরকালে জবাবদিহিতা আছে। ভালো নির্বাচন করা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। কারণ আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে।
আই/এ