দেশজুড়ে

খাগড়াছড়িতে গুলিতে নিহত তিনজনের পরিচয় মিলেছে

খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় ডাকা অবরোধে সৃষ্ট সহিংসতায় গুলিতে নিহত ৩ জনের পরিচয় জানা গেছে। নিহতরা হলেন- গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের আথ্রাউ মারমা (২৪), লিচুবাগান এলাকার আথুইপ্রু মারমা (২৬) ও বটতলাপাড়ার থোয়াইচিং মারমা (২৪)

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে গুইমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ বলেন,নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সহিংসতায় ১০ জন আহত হয়েছেন। এদের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মো. ছাবের জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ময়নাতদন্ত শেষ হয়েছে। এরপর মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে ধর্ষণের প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতার অনির্দিষ্টকালের সড়ক অবরোধ খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা সড়কে অবরোধ আংশিক শিথিল করা হয়। ফলে দূরপাল্লার যান চলাচল শুরু হয়েছে।

বর্তমানে খাগড়াছড়ি ও গুইমারায় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা বহাল রয়েছে। নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ টহল জোরদার করা হয়েছে।

 

পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, উদ্ভুত পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে। আজ কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন