খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার
খাগড়াছড়ি পৌর এলাকা ও সদর উপজেলায় জারি করা ১৪৪ ধারা তুলে নিয়েছে জেলা প্রশাসন। শনিবার (০৪ অক্টোবর) রাত নয়টার দিকে জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এ সিদ্ধান্তের ঘোষণা দেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক থাকায় রোববার (০৫ অক্টোবর) সকাল ৬টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। তবে গুইমারা উপজেলায় জারি থাকা ১৪৪ ধারা বহাল থাকবে।
এর আগে গেল ২৭ সেপ্টেম্বর সংঘবদ্ধ ধর্ষণ ঘটনার প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতার আহ্বানে খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে অবরোধ পালিত হয়। অবরোধ চলাকালে গুইমারার রামেসু বাজারে বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়লে গুলিতে তিনজন নিহত হন।
শনিবার সকালে জুম্ম ছাত্র-জনতা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয়। এরপর প্রশাসনও পরিস্থিতি স্বাভাবিক বিবেচনা করে ১৪৪ ধারা তুলে নেয়।
এমএ//