ধর্ম

হজের ৩ প্যাকেজ ঘোষণা হাবের

বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালের হজ যাত্রার জন্য তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এ বছর সর্বনিম্ন প্যাকেজ ধরা হয়েছে ৫ লাখ ১০ হাজার টাকা আর সর্বোচ্চ প্যাকেজে খরচ পড়বে সাড়ে ৭ লাখ টাকা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই হজ প্যাকেজ ঘোষণা করা হয়। হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার হজ প্যাকেজ ঘোষণা করেন। এ সময় হাব সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার, সহ-সভাপতি হাফেজ মাওলানা নুর মোহাম্মদসহ হাব নেতারা উপস্থিত ছিলেন।

হাব জানায়, গেল বছরের তুলনায় এবার সাধারণ ও বিশেষ প্যাকেজে খরচ বেড়েছে যথাক্রমে ২৭ হাজার ও ৫১ হাজার টাকা। 

হাব সভাপতি জানান, বিগত সময়ে হজযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত প্রায় ৮০০ ডলারের বেশি বিমান ভাড়া নেয়া হয়েছে। আগামী মৌসুমে অন্তত ১০০ ডলার কম নেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

এ বছর হজের নিবন্ধনের শেষ দিন ১২ অক্টোবর। সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ১ লাখ ২৭ হাজার হজযাত্রী নেয়ার পরিকল্পনা থাকলেও এখন পর্যন্ত মাত্র ৩০ হাজার মানুষ নিবন্ধন করেছেন। 

এর আগে গেল ২৮ সেপ্টেম্বর হজের তিনটি সরকারি প্যাকেজ ঘোষণা করে ধর্ম মন্ত্রণালয়। সরকারিভাবে হজের সর্বনিম্ন খরচ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা এবং সর্বোচ্চ খরচ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা নির্ধারণ করা হয়।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন