দেশজুড়ে ভারী বৃষ্টির ছায়া, উপকূল ও পাহাড়ি এলাকায় সতর্কতা
হাওয়ায় ভেসে এসেছে নতুন বর্ষণের ইঙ্গিত। দেশের আকাশ মেঘে ঢাকা, বাতাসে ভিজে ভিজে সূর্যের আলো—তাকে ঘিরে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর।
বুধবার (০১ অক্টোবর) আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের আট বিভাগ—রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট—কিছু এলাকায় আগামী ৭২ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের পরিমাণ ৪৪–৮৮ মিলিমিটার (২৪ ঘণ্টায়), এবং কিছু ক্ষেত্রে তা ১৮৮ মিলিমিটার পর্যন্ত হতে পারে।
বর্ষণের ফলে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ঢাকার ও চট্টগ্রামের নগর এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হওয়ার আশঙ্কাও জানানো হয়েছে।
পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উপকূলীয় এলাকাগুলোও সতর্কতার আওতায় এসেছে। এ কারণে দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিস সতর্ক করেছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচল করতে হবে।
বিশেষ বুলেটিনে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরে ভারী থেকে অতিভারী বৃষ্টি ও দমকা বা ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
এসি//