আন্তর্জাতিক

বন্ধ হয়ে গেছে ‘সুমুদ ফ্লোটিলা’র লাইভ ট্র্যাকিং

হঠাৎ বন্ধ হয়ে গেছে গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র লাইভ ট্র্যাকিং সিস্টেম। বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকেল থেকে অনলাইনে ফ্লোটিলার লাইভ ট্রাকিং ওয়েবসাইট থেকে আর নৌবহরগুলোর অবস্থান দেখা যাচ্ছে না।

মানবিক সহায়তা নিয়ে গাজামুখী এই নৌযাত্রা শুরু থেকেই আন্তর্জাতিক মহলে আলোচনায় ছিল। বিভিন্ন দেশের অধিকারকর্মী ও মানবিক সংগঠনের অংশগ্রহণে গঠিত ফ্লোটিলাটি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে বিশ্ববাসীকে অবস্থান জানিয়ে আসছিল।

তবে হঠাৎ করে ট্র্যাকিং বন্ধ হয়ে যাওয়ায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রযুক্তিগত কারণে অথবা বাহ্যিক হস্তক্ষেপে এ সমস্যা হতে পারে। 

মানবিক সহায়তা ও চিকিৎসা সরঞ্জামভর্তি এই ফ্লোটিলা আগস্টের শেষে সমুদ্রযাত্রা শুরু করে। বৃহস্পতিবার সকালে তাদের গাজার উপকূলে পৌঁছানোর কথা থাকলেও ইসরাইলি হামলা ও অবরোধে এখন পর্যন্ত ৪৪টি নৌযানের মধ্যে মাত্র একটি নৌযান গাজার জলসীমায় পৌঁছাতে সক্ষম হয়। 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন