ডেঙ্গুতে প্রাণ হারালো আরও ২ জন, হাসপাতালে ৩৯৬
গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। গেল একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৬ জন। বৃহস্পতিবার (০২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, হাসপাতালে ভর্তি ৩৯৬ জনের মধ্যে বরিশাল বিভাগে ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ৯৬ জন, ঢাকা বিভাগে ৯০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬ জন এবং রাজশাহী বিভাগে ১৫ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৪৮ হাজার ২২৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ৪৫ হাজার ৬৮২ জন।
এমএ//