দেশজুড়ে

মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় আহত ৪

ঝিনাইদহের শৈলকুপার  হাকিমপুর ইউনিয়নের নলকোলা গ্রামের জামে মসজিদের গঠিত কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন লালগোলা গ্রামের রাজ্জাক শিকদার, আব্বাস মাস্টার, সাত্তার শিকদার,সৈকত শিকদার

শুক্রবার (৩ অক্টোবর)  দুপুরে এ ঘটনা ঘটে শৈলকুপা থানার ওসি (তদন্ত) শাকিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যপারে আহত রাজ্জাক শিকদার জানান, বিএনপির মিটিংয়ে যাওয়ায় এবং নলখোলা জামে মসজিদের কমিটি নিয়ে আওয়ামী  নেতা ও হাকিমপুর ইউনিয়নের  সাবেক চেয়ারম্যান ইকু সিকদারের সঙ্গে তাদের বিরোধ চলছিল, আজ তারা নামাজে  গেলে ইকু সিকদারের কর্মীরা তাদের উপর হামলা করে । 

আহত  ব্যক্তিদের শৈলকুপা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য  জন্য ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সৈকত সিকদার কে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

ওসি (তদন্ত) শাকিল আহমেদ  জানান, নলখোলা গ্রামের মারামারির সংবাদপেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ এখনও লিখিত অভিযোগ করেনি।  অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন