‘ধর্মের নামে জাতিকে ভাগ করা জামায়াতের উদ্দেশ্য নয়’
বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করতে চায় না। বলেছেন, দলটির আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৪ অক্টোবর) রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত দাঈ ও ওয়াযের সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল উদাহরণ। আল্লাহভীরু মানুষ যখন সমাজের নেতৃত্বে থাকবে, তখন শান্তি প্রতিষ্ঠিত হবে।’
তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর আমরা এখনও একটি সম্পূর্ণ মানবিক সমাজ গড়ে তুলতে পারিনি। দেশের ক্ষতি মূলত করেছে শিক্ষিত সমাজের কিছু অংশ।
তিনি আরও বলেন, ‘একজন শিক্ষিত ব্যক্তি যে ক্ষতি করতে পারে, তা হাজার মানুষ মিলেও করতে পারবে না।’
জামায়াত আমিরে আলেম সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি। পাশাপাশি কোরআন ও সুন্নাহর আলোকে জাতিকে সঠিক পথ দেখানোর দায়িত্ব তাদের।
এমএ//