আন্তর্জাতিক

‘আমরা স্রষ্টায় বিশ্বাস করি’: ট্রাম্পের ছবি সম্বলিত বিশেষ মুদ্রার নকশা প্রকাশ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী (সেমিসেন্টেনিয়াল) উদযাপন উপলক্ষে ১ ডলারের বিশেষ মুদ্রায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি অন্তর্ভুক্ত করার বিষয়ে ভাবনা করছে মার্কিন ট্রেজারি বিভাগ। ফেডারেল সংস্থাটি শুক্রবার (৩ অক্টোবর) এই বিশেষ মুদ্রার প্রথম নকশার খসড়া প্রকাশ করেছে।

প্রকাশিত খসড়া নকশা অনুযায়ী মুদ্রার একপাশে রয়েছে ট্রাম্পের মুখাবয়ব, যেখানে 'স্বাধীনতা' এবং 'আমরা স্রষ্টায় বিশ্বাস করি' শব্দগুলো লেখা আছে। সঙ্গে ১৭৭৬-২০২৬ তারিখগুলোও উল্লেখ করা হয়েছে। মুদ্রার অন্যপাশে ট্রাম্পকে মার্কিন পতাকার পটভূমিতে মুষ্টি উঁচিয়ে থাকতে দেখা যাচ্ছে। এই পাশে দেশের নামের পাশাপাশি লেখা আছে 'লড়াই করো, লড়াই করো, লড়াই করো' এবং 'ই প্লুরিবাস উনাম'।

মুষ্টি উঁচিয়ে থাকা ট্রাম্পের ছবিটি ২০২৪ সালের জুলাই মাসে তাঁর ওপর হওয়া ব্যর্থ হত্যা প্রচেষ্টার পরপরই এপি-র সাংবাদিক ইভান ভুচি তুলেছিলেন। ওই ঘটনার পর ট্রাম্পকে বলতে শোনা যায়, "লড়াই করো, লড়াই করো, লড়াই করো"।

ট্রেজারি বিভাগের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, "যদিও উগ্র বামপন্থীরা জোরপূর্বক সরকার শাটডাউন করে দেওয়ার চেষ্টা করেছে, তবুও তথ্যগুলো স্পষ্ট যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক নেতৃত্বে আমাদের জাতি তার ২৫০তম বার্ষিকীতে প্রবেশ করছে - আগের চেয়ে আরও শক্তিশালী, আরও সমৃদ্ধ এবং উন্নত।"

মুখপাত্র এক্স-পোস্টে মুদ্রার নকশা জুড়ে দিয়ে আরও বলেন, "যদিও ১ ডলারের মুদ্রার চূড়ান্ত নকশা এখনো নির্বাচিত হয়নি – তবে প্রথম খসড়াটি আমাদের দেশ ও গণতন্ত্রের স্থায়ী চেতনাকে প্রতিফলিত করে, এমনকি প্রচুর বাধার মুখেও।"

তবে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বর্তমান মার্কিন আইন অনুযায়ী সাধারণত জীবিত ব্যক্তির ছবি মুদ্রায় রাখাকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, ২০২০ সালের সার্কুলেটিং কালেক্টিবল কয়েন রিডিজাইন আইনেও মানুষের আবক্ষ মূর্তি বা প্রতিকৃতি অন্তর্ভুক্ত করা নিষিদ্ধ। এই আইনগত বিধিনিষেধ চূড়ান্ত নকশা নির্ধারণের পথে বাধা সৃষ্টি করতে পারে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন