খেলাধুলা

বিশ্বকাপ থেকে ঘরোয়া লিগ, এক নজরে সব খেলার সূচি

খেলার দুনিয়ায় আজও জমজমাট এক সোমবার। প্রতিদিনের মতো ব্যস্ত সূচির ফাঁকেই হয়তো সময় বের করতে চান প্রিয় খেলা দেখার জন্য। কিন্তু কোন মাঠে কখন ম্যাচ, তা খুঁজতে খুঁজতেই অনেক সময় কেটে যায়। তাই ঝামেলা না করে আজকের খেলার তালিকাই দেখে নিন একসাথে।

আজ সোমবার (৬ অক্টোবর) বিশ্ব ক্রীড়াঙ্গণে থাকছে একাধিক গুরুত্বপূর্ণ ইভেন্ট। মেয়েদের বিশ্বকাপে মাঠে নামছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা—একটি উত্তেজনাপূর্ণ লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও রয়েছে জমজমাট লড়াই। জাতীয় লিগ টি-টোয়েন্টিতে আজ অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ, যেখানে দেশের বিভিন্ন অঞ্চলের দলগুলো নামবে মাঠে নিজেদের সেরাটা দিতে।

আন্তর্জাতিক ম্যাচ হোক কিংবা ঘরোয়া আসর—আজকের সূচিতে রয়েছে সবার জন্য কিছু না কিছু। তাই পছন্দমতো খেলার সময়টা ঠিক করে ফেলুন এখনই। আর খেলার উত্তেজনা উপভোগ করুন সময় মতো, ঝামেলা ছাড়াই।

 

ক্রিকেট

জাতীয় লিগ টি-টোয়েন্টি

রাজশাহী-বরিশাল

সকাল ৯:৩০, টি স্পোর্টস

ঢাকা মহানগর-রংপুর

বেলা ১:৩০, টি স্পোর্টস

 

নারী ওয়ানডে বিশ্বকাপ

নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা

বেলা ৩:৩০, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

 

টেনিস

সাংহাই মাস্টার্স

সকাল ১০:৩০, সনি স্পোর্টস ২

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন