রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ইস্যুতে

দেশের মানুষের সিদ্ধান্তের সঙ্গেই আমাকে থাকতে হবে : তারেক রহমান

ভারত যদি বাংলাদেশের স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে বিএনপির কিছু করার নেই বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিবিসি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে ভারতের সঙ্গে সম্পর্ক ও বর্তমান পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারত যদি স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, তাহলে আমাদের কিছু করার নেই। বাংলাদেশের মানুষই সিদ্ধান্ত নিয়েছে তাদের সঙ্গে শীতল থাকবে। আমাকেও আমার দেশের মানুষের সঙ্গেই থাকতে হবে।’

তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ। আমার দেশের স্বার্থই আগে। আমি আমার দেশের মানুষের স্বার্থ রক্ষা করব, জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে সম্পর্ক এগিয়ে নেব।’ 

সীমান্ত পরিস্থিতি ও অভিন্ন নদীর পানিবণ্টন প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘অবশ্যই আমি আমার পানির হিস্যা চাই। আমি আরেকজন ফেলানীকে সীমান্তে ঝুলতে দেখতে চাই না। আমরা এটা কখনো মেনে নেব না।’

রাষ্ট্রপরিচালনায় বিএনপির অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র বিএনপিরই রাষ্ট্রপরিচালনার অভিজ্ঞতা আছে। জনগণ যেন সেই অভিজ্ঞতা বিবেচনায় নেয়, এটাই আমাদের আহ্বান।’

অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘আমরা চাই অন্তর্বর্তী সরকার সফল হোক। তাদের মূল দায়িত্ব হলো প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা এবং একটি স্বাধীন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। তারা যতটা ভালোভাবে এই দায়িত্ব সম্পন্ন করবেন, সম্পর্কের উষ্ণতা বা শীতলতা ততটাই নির্ভর করবে।’

অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ নিয়ে আগের মন্তব্যের ব্যাখ্যায় তিনি বলেন, ‘আমি যখন সেই মন্তব্যটি করি, তখন পর্যন্ত কোনো স্পষ্ট টাইমফ্রেম ছিল না। পরে যখন ড. ইউনুস রোডম্যাপ ঘোষণা করেন এবং সেটিতে দৃঢ় অবস্থান নেন, তখন অনেকের মন থেকেই সন্দেহ দূর হতে শুরু করে।’

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন