পুতিন-নেতানিয়াহুর ফোনালাপ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সোমবার (০৬ অক্টোবর) এই ফোনালাপে গাজায় যুদ্ধবিরতি, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়েছে, গাজার যুদ্ধপরিস্থিতি স্বাভাবিক করতে ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনাকেও আলোচনায় তুলে ধরেন দুই নেতা। পাশাপাশি আঞ্চলিক অস্থিরতা, ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে উত্তেজনা এবং সিরিয়ার স্থিতিশীলতা নিয়েও মতবিনিময় করেন তারা।
এর আগে পুতিন গাজা সংকট নিরসনে ট্রাম্পের পরিকল্পনার প্রশংসা করে আশা প্রকাশ করেছিলেন, এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হবে। একই সঙ্গে তিনি টেকসই শান্তির গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি মস্কোর দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন।
সূত্র: আল জাজিরা
এসি//